ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুদগ্রহণের নিয়্যাত ব্যতীত নিরাপত্তার স্বার্থে আজকাল ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন করা বৈধ রয়েছে।অর্থাৎ কারেন্ট একাউন্ট খুলে লেনদেন করা বৈধ রয়েছে।সেভিংস একাউন্ট বা ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলে তাতে লাভের আশায় লেনদেন করা বৈধ হবে না।কেউ যদি করে নেয় তাহলে সুদ গ্রহণ করবে না।কিন্তু যদি গ্রহণ করে নেয় তাহলে সে তা সওয়াবের নিয়্যাত ব্যতীত সদকা করে দিবে।(ফাতাওয়ায়ে উসমানী-৩/২৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/753
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি প্রথমে কারেন্ট একাউন্ট খুলার চেষ্টা করবেন। যদি কারেন্ট একাউন্ট খুলা সম্ভব না হয়, তাহলে সেভিংস একাউন্ট খুলবেন তবে শর্ত হল, সুদ আসলে সেগুলো সদকাহ করে দিবেন।