জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ اِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُوۡا بِمِثۡلِ مَا عُوۡقِبۡتُمۡ بِهٖ ؕ وَ لَئِنۡ صَبَرۡتُمۡ لَهُوَ خَیۡرٌ لِّلصّٰبِرِیۡنَ
‘আর যদি কাউকে তোমরা শাস্তি দাও, তবে ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। আর যদি সবর করো তাহলে তা তার জন্যই উত্তম।’ (সুরা নাহল : আয়াত ১২৬)
এ আয়াতে আল্লাহ তাআলা প্রতিশোধের কথা যেমন বলেছেন, তেমনি সবর তথা ধৈর্যধারণ করার কথাও উল্লেখ করেছেন। ইসলামে উভয়টি জায়েয আর প্রতিশোধ নেওয়ার থেকে সবর অবলম্বন করা উত্তম।
প্রতিশোধ গ্রহণআল্লাহর পথে দাওয়াত দানকারীদের আইনগত অধিকার দেওয়া হয়েছে যে, যারা নির্যাতন চালায়, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা বৈধ, কিন্তু শর্ত হলো- প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে নির্যাতনের সীমা অতিক্রম করা যাবে না। যতটুকু জুলুম প্রতিপক্ষের তরফ থেকে করা হয়, প্রতিশোধ ততটুকুই গ্রহণ করতে হবে; বেশি হতে পারবে না।
ইসলামে প্রতিশোধ গ্রহণ জায়েয তবে সবরে রয়েছে সর্বোত্তম কল্যাণ। তবে প্রতিশোধের ক্ষেত্রে অবশ্যই জুলুমের মাত্রাকে ছাড়িয়ে যাওয়া যাবে না। এটাই ইসলামের চূড়ান্ত ঘোষণা।
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে নির্যাতনের সীমা অতিক্রম করা যাবে না। যতটুকু জুলুম প্রতিপক্ষের তরফ থেকে করা হয়, প্রতিশোধ ততটুকুই গ্রহণ করতে হবে; বেশি হতে পারবে না।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আক্রমণকারীকে বেশি আঘাত করাও জায়েজ হবেনা।
(০২)
এমতাবস্থায় কঠিন পরিস্থিতিতে জালেমের চেহারায় আঘাত করলে আল্লাহ তায়ালা ক্ষমা করবেন,ইনশাআল্লাহ।
(০৩)
হ্যাঁ, এমনটি করা যাবে।
তবে এক্ষেত্রে আইনের দারস্ত হওয়ার পরামর্শ থাকবে।
(০৪)
আইন হাতে তুলে নেয়া যাবেনা।
এক্ষেত্রে আইনের দারস্ত হওয়ার পরামর্শ থাকবে।
(০৫)
এক্ষেত্রে বিষয়টি নিয়ে তার বাবা মার সাথে আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে।
আলোচনা করে নেয়ার পর তারা যদি এমতাবস্থাতেও পূর্ণ বেতন দেয়,সেক্ষেত্রে তাহা গ্রহন করতে কোনো সমস্যা নেই।
(০৬)
চুক্তি অনুপাতে কাজ না হলে সেক্ষেত্রে পূর্ণ পারিশ্রমিক গ্রহন হালাল হবেনা।
তবে মালিক যদি বিষয়টি দেখার পরেও সন্তুষ্টি চিত্তে পূর্ণ পারিশ্রমিক দেয়,তাহলে তাহা গ্রহন করতে সমস্যা নেই।
(০৭)
অতিরিক্ত সময় পড়িয়ে দিতে হবেনা।
তবে সেদিনের পড়া সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলা যাবেনা।
(০৮)
না,নেয়া যাবেনা।
তাকে জানিয়েই নিতে হবে।
(১০)
এটা জায়েজ হবেনা।
(১১)
না,এটা হারাম রিজিকের মধ্যে পড়বেনা।