ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি কারো নিকট ৭.৫ ভড়ি স্বর্ণের চেয়ে কম থাকে, এবং বৎসরের শুরুতে ও শেষে রূপা বা প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে,(১০০ বা ২০০ হোক) এবং সব মিলিয়ে ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরয হবে।
বৎসরের শুরুতে কিছু টাকা ছিল,কিন্ত শেষে নাই, বা বৎসের মধ্যখানে ছিল,কিন্তু তারপর আর নাই,এমন হলে তখন কিন্তু স্বর্ণের সাথে মিলিত হবে না এবং যাকাতও ওয়াজিব হবে না। তাছাড়া টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে।অর্থাৎ এমন টাকা যা সংসারে বা নিজ প্রয়োজনে খরচ হবে না। বরং এগুলো অতিরিক্ত জমানো টাকা। খরচ হয়ে গেলে বা অচিরেই খরচ হয়ে যাবে, এমন হলে, সেই টাকা কিন্তু প্রয়োজন অতিরিক্ত বলে গণ্য হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নিকট যতটুকু গহনা আছে, সেই গহনার বিক্রয়মূল্য এবং আপনার নিকট নগদ যত টাকা আছে, সেই সব টাকার এক বৎসর অতিবাহির হওয়ার পর যেহেতু সবক'টির মূল্য ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যাবে, তাই আপনাকে ২.৫% যাকাত দিতে হবে। আপরার স্বামীর ঋণ থাকলেও এতে যাকাত ওয়াজিব হতে বাধা দান করবে না।
(২) নারীদের জন্য ঘরের নামাযই উত্তম।সুতরাং আপনি ঘরেই তারাবিহর নামায পড়বেন।
(৩)
একই সফরে বা দিনে একাধিক উমরাহ করা যাবে। তবে শর্ত হলো, প্রত্যেক উমরাহের জন্য হেরেমের বাইরে গিয়ে নতুন ইহরাম বাঁধতে হবে।
جاء في” الخانية ” 7-183 كتاب الحج (ط.زكريا بكدفو): قال : يجوز تكرار العمرة في السنة الواحة عندنا. انتهي
وفي” الفتاوي الهندية” 1- 183 كتاب الحج( ط.زكريا بكدفو) قال : لوأحرم بعمرتين عند الميقات أو غيره لزمتاه. انتهي
221 :وفي معلّم الحجّاج ص
(৪) সর্বদা মনের মধ্যে হিংসা বিদ্ধেষকে পরিহার করবেন। হিংসা বিদ্বেষ থেকে পরিত্রাণের জন্য সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।