*তোর সাথে থাকব না, তালাক তালাক তালাক।*
তর্কের এক পর্যায়ে স্বামী এভাবে বললে স্ত্রীর উপর কি তালাক পতিত হয়? বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে?
দুইজনই চাকরিজীবি, ছোট একটা বাচ্চা আছে। ছোট সংসার বাচ্চার দেখাশোনার জন্য শাশুড়ী এসেছেন। জামাই বউ এর ঝগড়া মাঝে শাশুড়ী থামাতে আসে। হটাৎ বউ শাশুড়ীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে। স্বামী রাগের মাথায় অনেক কিছু বলেছে। পরবর্তীতে সব মিটমাট হয়ে গিয়েছে এখন তালাকের বিষয়টা নিয়ে দুইজনই অনুতপ্ত আর চিন্তিত। হুজুর এই সংসার রক্ষার এখন উপায় কি?