ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর নাম বা জাত দ্বারা কোনো জিনিস করার বা না করার কসম করলে, কসম হয়ে যায়।যখন কেউ অাল্লাহ নাম উচ্ছারণ করে কসম করে ফেলবে,তখন আল্লাহর নামের সম্মানার্থে সেই কসমকে পূর্ণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়।যদি সে কসম কে ভঙ্গ করে ফেলে,তাহলে তখন কসম ভঙ্গ করে আল্লাহর নামের বেহুরমতি করার শাস্তি স্বরূপ তাকে কাফফারা দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1808
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি রাগের মাথায় আপনার স্বামীর সামনে আল্লাহর কসম করে বলেছিলেন যে, আপনার খারাপ লাগলেও আর উনাকে কখনো বলবেন না যে, আমার মন খারাপ লাগতেছে বা ফাপর করতেছে, এরকম কিছুই বলবেন না, বলেছিলেন।
এখন যদি আপনার পক্ষে এরকম থাকা কষ্টকর হয়ে যায়। তাহলে আপনি কসম ভঙ্গ করতে পারবেন। স্বামীকে বলতে পারবেন, এর জন্য কাফফারা আদায় করতে হবে। ১০জন মিসকিনকে দুইবেলা আহার করাবেন। আর সামর্থ্য না থাকলে তিনটি রোযা রাখবেন। স্বামীকে বলার আগে বা পরে যে কোনো সময় কাফফারা আদায় করতে পারবেন।