আসসালামু আলাইকুম হুজুর।
.
হুজুর আমি একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার। আমার কাজ মূলত বিভিন্ন ধরনের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ড্যাশবোর্ড ডিজাইন করা। আমি ইউজারের জার্নি কে সহজ করার চেষ্টা করি আমার কাজের মাধ্যমে। আইডিয়া জেনারেট করি, ডিজাইন করি, তবে প্রোগ্রামিং কোড করিনা। আমাকে নানা সময় নানা ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে হয়। আমি সর্বদা চেষ্টা করি যেন হালাল-হারাম মেনে কাজ করতে পারি। ছেলেদের ক্ষেত্রে হারাম জন্য কখনো মেয়েদের ছবি ও ব্যবহার করিনা। আমি সর্বদা চেষ্টা করি আমার কাজে যেন আল্লাহ কখনোই অসন্তুষ্ট না হন। আমি হারাম কিছু ইনকাম করে দোয়া এবং ইবাদত কবুলের সুযোগ হারানোর মতো বোকামি করতে চাই না। আখেরাত হারাতে চাইনা। আমার প্রশ্ন হল,
.
১/ মেডিটেশন, ইয়োগা রিলেটেড কিছু ডিজাইন করতে পারব কিনা.? আমি ডিজাইনের মূল উদ্দেশ্য যেন ইউজারের জার্নি সহজ হয়। সে যেন সহজেই এই অ্যাপসটা বা ওয়েবসাইট টা ব্যবহার করতে পারে। মেডিটেশন ইয়োগা এসব নিয়ে কাজ করা হালাল হবে কিনা.?
.
২/ ব্যাংক, ইনস্যুরেন্স, ক্রিপ্ট কারেন্সি, NFT, মিউজিক, গেমস - ইত্যাদি ব্যতীত আর কি কি সেক্টর আছে যেগুলো হারাম.? যেন আমি এই ধরনের সেক্টরগুলোর কাজ থেকে বিরত থাকি।
.
দলিলের আলোকে উত্তর দিলে আমার জন্য খুবই সহজ হবে, মিন ফাদলিক। আসলে আমার এক্সাক্ট উত্তর প্রয়োজন, হ্যাঁ অথবা না। আপনার ফতোয়ার উপরে আমি সিদ্ধান্ত নিব।