আসসালামু আলাইকুম উস্তাদ। মানুষকে সাহায্য করলে অবশ্যই সেটা নাজায়েজ কোনো কাজে না। যেমন: ভাই-বোনকে তাদের কোনো কাজে সাহায্য করা, অচেনা কাউকে সাহায্য করা ইত্যাদি। এক্ষেত্রে মানুষকে সাহায্য করলে যে নেকি পাওয়া যাবে সে সম্পর্কে কয়েকটা সবল হাদিস জানতে চাই যাতে সহীহ নিয়তে মানুষকে সাহায্য করা যায়