আমার বাবা আমার ভরণপোষণের জন্য যা লাগে তা দেয় না, আমার বাবার একটা বাজে স্বভাব আছে, বাজি ধরে খেলার মধ্যে যা জুয়ার অন্তর্ভুক্ত, অনেক বুঝায়ছি, বুঝে না, তাই আমার বাবার কাছ থেকে নিতে ইচ্ছে করে না
আমি অবিবাহিত, আমার বিয়ের ব্যাপারো কোনো মাথা ব্যাথা নেই আমার বাবার, আমাকে জব করতে বলে
আমার বর্তমানে আমার বোন আমার সব যাবতীয় খরচ চালাচ্ছে, আমার বোন ও কয় জব করতে, কিন্তু আমি ইসলামি শরীয়ত অনুযায়ী চলতে চাই, চাকরি করার ইচ্ছে নাই
এঅবস্থায় আমি কি করতে পারি, ঢাকায় গিয়ে আইওএম এর পরিচালিত যে স্কুল বা শায়েখ আহমদুল্লাহ এর পরিচালিত স্কুল এ আমার জব করা জায়েজ হবে যেহেতু আমার ঢাকার দূরত্ব মাহারামের দূরত্ব হয়ে যায়
বাসায় আসলে বোনের বাসায় থাকতে হয়, বোনের বাসায় থাকতে পর্দা মেইনটেইন করতে সম্যসা হয়, বোন জামাই থাকে বাসায় এতে নজরের ও হিফাজত হয় না
আমি যদি আমার নিজের সুবিধা এর জন্য আমার বোনের বাসায় না থাকি,এবং আমার না থাকার জন্য যদি আমার বোনের এবং বোনের ছোট ছেলের কষ্ট হয় তাহলে কি আমি গুনাহগার হবো।