আসসালামু আলাইকুম,
১. কিছুদিন পূর্বে একটা স্বপ্নে দেখি যে, একজন সুদর্শন লম্বা পুরুষ কারো সাথে কথা বলছেন। আর আমি বোরখা পরা অবস্থায় উনার দিকে তাকাচ্ছি, আর বার বার মনে খেয়াল আসছে, এইবার আমার সিদ্ধান্ত নেওয়ার পালা। উনি আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। এখন আমি "হ্যাঁ" বললে বিয়ে হবে এইরকম। মানে সব আমার সিদ্ধান্তের উপর ন্যস্ত।
২. এই স্বপ্ন দেখার পরের দিন অথবা এর পরের দিন স্বপ্নে দেখি, এক জায়গায় কয়েকজনের সাথে দাঁড়িয়ে আছি, তখন একজন বড় ভালো আলিম কিছু লোকের সাথে আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমাকে উনি অতন্ত্য খুশির সাথে বললেন, তুমি আমার ছেলের বউ অথবা তুমাকে আমার ছেলের বউ হতে হবে এইরকম কিছু (সঠিন মনে নেই) বলেছেন। তখন স্বপ্নে মনে মনে খেয়াল আসছিল, আমার স্বামী হয়ত কোন আলিম হবেন।
স্বপ্ন দেখার কিছুদিন পর, এক পাত্রের খোঁজ পাওয়া গেলো যিনি ভালোমানের আলেম ও মুফতি। উনি লম্বাও। এবং স্বপ্নের মত একই পরিস্থিতির সম্মুখিন হয়েছি। সিদ্ধান্ত যেন আমাকে নিতে হবে।
স্বপ্ন গুলোর ব্যাখ্যা জানালে উপকৃত হবো, জাযাকুমুল্লাহু খাইরান।