(আমার খুব কাছের বান্ধবীর পক্ষ থেকে প্রশ্ন করছি)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবা-র-কাতুহ ।
আমার জন্য একটি প্রস্তাব এসেছে বিয়ের।
এক্ষেত্রে কিছু কথা -
১। প্রস্তাবকারী ব্যক্তি পুর্ব পরিচিত,অনেক আগে উনার সাথে মেসেজিং হয়েছিল, ওই সময় উনি রিলেশনের জন্য না বরং সরাসরি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, আমার কাছে তখন মাহররাম বিষয় টি ক্লীয়ার হয়ে যাওয়ায় আমি যোগাযোগ অফ করে দেই, উনিও সম্মতি জানান। বাট উনি খোজ রাখতেন অন্য মানুষের মাধ্যমে।
২। উনি এখন সম্পুর্ণ পারিবারিক ভাবে আগাতে চাচ্ছেন। পারিবারিক ভাবেই প্রস্তাব পাঠিয়েছেন। উভয় পরিবার জানেন। আমার পরিবারে আমার বড় দুই ভাই আমার গার্ডিয়ান, উনারা খোজ খবর নিচ্ছেন।
এখন পাত্র সম্পর্কে কিছু বিষয়- উনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন তবে উনি কুরআন তিলাওয়াত করতে পারেন না। এমনকি উনার পরিবারে মাহররাম সঠিকভাবে মেইনটেইন করে না। তবে উনি এবং উনার পরিবার আশ্বস্ত করছেন যে উনারা এই বিষয়গুলো নিয়ে ফিকির করছেন। এবং কুরআন শিখার ব্যপারে উনি বলেছেন বিয়ের পরে উনি তার স্ত্রীর কাছ থেকেই শিখতে আগ্রহী । বিয়ের পরে স্ত্রীকে পরিপুর্ণ স্বাধীনতা দিবেন মাহররাম মেইনটেইনের ক্ষেত্রে।
এক্ষেত্রে একটা ভয় পাচ্ছি যে এই বিষয়গুলো বা এই প্রতিশ্রুতিগুলো আবাগের বশে দিচ্ছে কি না।
এছাড়া উনার জব হালাল, এবং যা খোজ খবর নেয়া হয়েছে সবাই তার সম্পর্কে ভাল আখলাকের কথাই বলছেন। আল্লহু আলাম।
এই প্রস্তাব আসার পরে ইস্তিখারা করেছিলাম, কিন্তু কণ্টিনিউ করতে পারি নি। তবে কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা এমন- আমি আমাদের গ্রামের বাড়ির রাস্তায় হেটে একটা পুকুর পাড়ে যাচ্ছি সেখানে ঘাটলাতে কিছুক্ষণ বসে থাকার জন্য, তবে গিয়ে দেখি ঘাটলায় অনেকগুলো এক হাত লম্বা টাঈপ সাপ গোছের কিছু রাখা। এমন ভাবে রাখা যেনো রোদে শুকানো হচ্ছে। প্রথমে ভয় পেলেও পরে দেখি ওইগুলো শিকাকাই । এরপরে ওইখান থেকে ফিরে এসে আমার চাচার ঘরে ঢুকে দেখি বিয়ের জন্য কাচাবাজার এসেছে। সবকিছু খুব ভালো তবে একটা অনেক বড় মাছ এনেছে যেটা পচা। মানে একদম পচে গিয়েছে। সবাই জানালা দিয়ে সেটা দেখছে আর কি সব মন্তব্য করছে। এরপরে আমি আবার আগের পথে হাটতে থাকি। কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায়। এমন না যে আমি এসব ব্যাপারে দিনে কোনো আলোচনা করেছি বা মাছ রিলেটেড কোনো কথাবার্তা বা কিছু দেখেছি যেটা চিন্তাপ্রসূত হওয়ার চান্স আছে। এমন নয় । এ ক্ষেত্রে আমি কোনো ব্যাখ্যা এখনো দাড়া করাই নি। তবে মনকে মানাতে পারছি না। ভয় লাগছে।
এছাড়াও বর্তমানে আমি একটা অনলাইন প্লাটফর্মে কুরআনের শিক্ষিকা হিসাবে নিযুক্ত আছি আলহামদুলিল্লাহ। যেখানে আমাকে বেশ ভালো একটা সময় দিতে হয় প্রতিদিন।আমার এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন যিনি এই সমস্ত বিষয়ে সাপোর্টিভ হবে এবং এই বিষয়টা উনি এবং উনার পরিবার জানেন।
আমি আসলে বুঝতেপারছি না আমার কি এই প্রস্তাবে আগানো উচিত? সব দিক থেকে সবাই ভালো বলছেন, তবে দ্বীনদারীতা , যেটা মুখ্য সেদিক থেকে উনি নিজেই স্বীকার করছেন, তার স্ত্রীকে এই গুরুদায়িত্ব নিতে হবে।
আমি এই বিষয়ে খুব চিন্তিত । আমার এক্ষেত্রে কি করণীয়। এই বিষয়ে আগের একবার প্রশ্ন করা হয়েছিল যার লিংক হলো-
https://ifatwa.info/67275/?show=67470#a67470