আসসালামুয়ালাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
মুফতী সায়েব , আমার স্ত্রী র দ্বীন এর বিষয় এ সেই রকম বুদ্ধি নেই । সে আমাকে নানা রকম ভাষায় কথা বলে , তুচ্ছ, তাচ্ছিল্য করে, গালি দেই, অন্যায় ভাবে নানা কথা কথা বলে যা শোনা সত্যিই খুব কষ্টকর ।
তাই আমি আমার স্ত্রী কে বোঝানোর জন্য একটা কথা বললাম
" তুমি এত রাগ করে বার বার এমন করছো, যদি আমি রাগ করি তাহলে কি হবে "
এই কথাটা আমি স্ত্রী কে বোঝানোর জন্য ব্যাবহার করেছি যেনো সে রাগ করে নোংরা নোংরা বাজে কথা না বলে, কথাটা যখন বলি, যদি আমি রাগ করি তাহলে কি হবে । মানে মনে তালাকের ভাবনা উদ্ধেবেক হয়, এই কথার মানে আমি রাগ করলে তালাকের বিষয় পর্যন্ত ঘটনা ঘটতে পারে। স্ত্রী কে আমি এইটাই বোঝাতে চেয়েছি।
আমি স্ত্রী কে বোঝানোর জন্য বলেছি , তালাক দেওয়ার ১ ফোঁটা ও নিয়ত ছিল না। স্ত্রীর ওপর যদি কখনো রাগ করি তাহলে কি শর্ত তালাক হবে??