আসসালামুয়াাইকুম ওয়া রামাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিগত কয়েক সপ্তাহ ধরে স্ত্রীর সঙ্গে কথাই কথাই তর্ক বিতর্ক হচ্ছে। আমার স্ত্রী তার বাবার বাড়ি তে থাকে পড়াশোনার উদ্দেশ্যে। আমি তাদের বাড়ি গিয়েছি দিয়ে একটা কথা প্রসঙ্গে তুমুল তর্ক বিতর্ক শুরু করে , আমি হাজারো চেষ্টা করি কন্ট্রোল করতে কিন্তু না পারায় বাধ্য হয়ে গায়ে হাত তুলে ফেলি ।
তার পর থেকে স্ত্রী বলছে , :
১. আমি স্ত্রী হিসেবে আমি তোমার কাছে কিছু আশা করিনা করবো না তুমি ও করোনা। আমি তোমাকে ভালবাসিনা। আমাদের সম্পর্ক দিন দিন কোথায় চলে যাচ্ছে ।
এই রকম করে তুমি মারলে আমাকে মেরে ফেলতেও পারো , কোন বিশ্বাস এ থাকবো । আমাদের মধ্যে সম্পর্ক ভালো নেই ।
খুব দেখলাম এই ভাবে আর চলতে পারে না ইত্যাদি কথা বললো। সেই কথা শুনে আমার মনে হলো স্ত্রী তালাকের কথা বলছে দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি চাইছো?? আমি যেটা ভাবছি তুমি যেটা বোঝাতে চেয়েছো সেইটা কি । স্ত্রী বললো হ্যাঁ। আমি তাকে কয়েক বার জিজ্ঞাসা করি সে একই কথা বলে।
তখন আমি বলি ঠিক আছে তোমার আব্বু মার সাতে কথা বলি , স্ত্রী বললো তোমার আব্বু মাকে ও বলো আমি বললাম আমি যথেষ্ট আবু মা কে লাগবে না।
তার পর আমি বললাম ঠিক আছে আমি আমার আব্বু মা কে বলি ,,,
ইত্যাদি কথা হচ্ছিলো , দিয়ে আমার মনে হলো স্ত্রী যখন তালাকের চিন্তা নিয়ে এমন কথা বার্তা বলছে আমি ভাবলাম কি আর করা যাবে তাই শশুর বাড়ির একটা গাড়ি ব্যাবহার করতাম সেইটা রেখে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কথা ভাবি ( আমার ভাবনা হয়েছিল হয়ত তালাকের কিছু হবে তাই গাড়ি না নেয়ার কথা ভেবে ছিলাম) ।
আমার কান্না ও স্ত্রীর কান্না র পর স্ত্রী ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে , আমি ক্ষমা করে দিয়েছি। পরবর্তী তে স্ত্রী বলে সে রাগের উদ্দেশে কিছুদিন আমি আমার বাড়িতে থাকি তাহলে হয়তো ঝামেলা হবে না । এই ভেবে কথা বলেছে তাই বলছে।
সম্মানিত মাননীয় মুফতি সাহেব আমাদের কি কোনো তালাক হয়েছে?? স্ত্রী কি তালাকের অধিকার প্রাপ্ত হয়েছে??
২. এটা কি তালাকের মজলিস ছিল? আমরা দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং ঝামেলা ঠিক করে নিয়েছি। আমি আমার বাড়িতে আসলাম । তাহলে তালাকের মজলিস শেষ বলে গণ্য হবে ?
জাযাকাল্লাহ খায়রান