আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারকাতুহ।।
হুজুর আমি অনলাইনে চকলেটের ব্যবসা করি,,, আমার এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে ইসলাম বিরোধী কোনো দিবস কেন্দ্রীক কোনো অর্ডার নেওয়া হয়না।। এখন সম্প্রতি আমার পরিচিত একজন আমার কাছে কিছু চকলেট অর্ডার করে এবং কিছু সময়পর আমি বুঝতে পারি যে হয়তোবা সে এটা সামনে যে শরীয়াহ বিরোধী দিবস আসছে সেই কাজে ব্যবহার করতে পারে,,,, এখন আমি তো প্রোডাক্ট প্রস্তুত করে ফেলেছি এবং যেহেতু আগে অর্ডার নিয়ে ফেলেছি এবং পরিচিত কাছের ফ্রেন্ড তাই সামনাসামনি তাকে না ও বলতে পারছিনা,, এই পরিস্থিতে আমি কি করতে পারি এবং যদি আমি তাকে ওই ডেটের আগে ডেলিভারি দিয়ে দেই বা ওই ডেটেই দেই সেক্ষেত্রে কি সে ওইটা যেই কাজেই ব্যবহার করুক আমার গুনাহ হবে কিনা?