আসসালামু আলাইকুম
আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট। আমি নারী।আমি অর্থ উপার্জন করতে চাই কিন্তু কিভাবে অর্থ উপার্জন করা আমার জন্য জায়েজ হবে???বাইরে গিয়ে কি রকম জব করা যাবে আর ঘরে বসে কি রকম জব বা বিজনেস করা যেতে পারে??
আমার বাবা চায় আমি জব করি কিন্তু হাজবেন্ড চান না। এজন্য বাবা আমার উপর অসসন্তুষ্ট এজন্য আমি কি করতে পারি????//
অন্য দিকে আমি ভাই বোনের মধ্যে বড় ছোটো বোন ভাই দের পড়াশোনার কিছু খরচ দেওয়া দরকার কিন্তু সেটা পারছি না, বাবা একা সব সামলাতে হিম শিম খাচ্ছেন।সংসারে ঢুকে শ্বশুর বাড়ির মানুষের কথা শুনে মনে হয় আমার হাতে টাকা থাকা উচিৎ। আমার এমতাবস্থায় কি করা উচিৎ???
চাকরির বয়স এখনো আছে কিন্তু প্রিপারেশন নিচ্ছি না দীনদারির জন্য, বাচ্চা সংসার সামলানোর জন্য। বয়স শেষ হলে কি আফসোস করব? তখন তো আর কোনো উপায় ই থাকবে না।ইসলাম কি নির্দেশ দেয় আমার এরকম পপরিস্থিতিতে????