আসসালামু আলাইকুম, উস্তাদ।
১.ধরেন একজন introvert,অধৈর্যশীল,রাগী। এখন সে যায় তার পুরো জীবন যতটুকু পারে আল্লাহর সন্তুষ্টির লাভের মাধ্যমে পরিচালনা করবে।মানুষের সাথে সে তার যতই কাছের হোক তার প্রতি কোনো ধরনের দুর্বলতা রাখবে না তবে তাদের প্রতি আল্লাহ যেসব দায়িত্ব দিয়েছে সেগুলো পালন করার চেষ্টা করবে,তাদের সাথে প্রয়োজন ব্যতীত কথা বলবে না কারণ এগুলো তাকে দুর্বল করে, কষ্ট হয় তারা কেনো দীনের পথে আসছে না যদিও সে তাদের দাওয়াত দেয়নি আমার মনে হয়না তাদের প্রতি দুর্বলতা রাখলে দিতেও পারবে না কোনোদিন সে কিন্তু যথেষ্ট গোনাহগার বান্দা এখনও সে পাচ ওয়াক্ত নামাযি নয় কিন্তু যখনই সে তার পরিবারের মানুষের প্রতি দুর্বল হয় তখন আল্লাহ থেকে দূরে সরে যায়,তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং নিজেও দীনের পথে চলার ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। মূলকথা সে আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য মরবে নিজস্ব মানুষদের প্রতি দুর্বলতা না রাখাই চেষ্টা করবে।এক্ষেত্রে তার চিন্তাধারা কি ঠিক আছে?