ভাইয়ের প্রতি ভাইয়ের হক সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হকের ক্ষেত্রে সর্বনিম্ন যতটুকু সীমারেখা আল্লাহ দিয়ে দিয়েছেন তা সম্পর্কে ধারনা নিয়ে সেভাবে জীবন পরিচালনা করতে চাচ্ছিলাম।
সংক্ষিপ্তভাবে,
"ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের দায়িত্ব কি কি?"
"বড় ভাইয়ের দিক থেকে কতটুকু হক আদায় হলেই সন্তুষ্ট থাকবে?"
"ছোট ভাই হতে বড় ভাইয়ের হক?"