আসসালামুয়ালাইকুম হুজুর
প্রস্রাব ভারি কিছু যেমন লেপ,তোষকে লাগলে পাক করবো কিভাবে? বড় হওয়ার পরেও প্রস্রাব হয়ে গেছে তোষক বিছানায় লেপেও লেগে গেছে কি করবো? এমনিতেই শুচিবায়ী আছে আমার পাক নাপাক নিয়ে এসব ধোঁয়ার কথা ভাবতেই আতঙ্ক হয়ে পড়েছি, কারন অনেক সময় অনেক বার ধুলেও মনে হয় সব নাপাকই রয়েছে কারণ
১.প্রস্রাব থেকে কাপড় পাক করা অনেক কঠিন কারণ এটা অদৃশ্যমান, কিভাবে পাক করবো ওগুলো?
২.লেপের কভারে যে প্রস্রাবটুকু লাগছে তা শুকিয়ে গেলে না ধুয়ে ব্যবহার করা যাবে? ভেজা হাত দিয়ে ধরলে হাতসহ ওই জায়গাও নাপাক হয়ে যায়?
৩.আর তোষকের ব্যাপারেও কি সেম? তোষক উল্টে দিয়ে তার উপর যদি একটা ওড়না দিয়ে চাদর বিছিয়ে দেই তাহলে কি আমার শরীর বা কাপড় কি নাপাক হবে?