আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শাইখ,,
১। বিয়েতে আমাদের দেশে নরমালি দুই রাক'আত স্বলাহ পড়তে বলেন বিয়ে পড়ানোর আগে,, এটা কতটা শারীয়াহসম্মত??
২। বিয়ের আগের রাতে হলুদ কোন অনুষ্ঠান বা কিছু না করে বা হলুদ না মেখে জাস্ট শাড়ি পড়ে ফুল দিয়ে সাজলে কি কোন গুনাহ হবে??
৩। আমাদের এদিকে বিয়ের আগের রাতে মুরগী দিয়ে পোলাও রান্না করে প্রতিবেশীদের দেওয়া হয়,, এটাকে শিরনী বলে,, এটা করা কি জায়েজ হবে,,?
৪। বিয়ে উপলক্ষ্য সিয়াম পালন করার যে প্রচলন আমাদের সমাজে এটা কতটা শারীয়াহসম্মত??
৫। হায়েজের সর্বোচ্চ সময়কাল ১০দিন, এর মাঝে যেকোন কালার এর ব্লাড কি হায়েজ বলে গণ্য হবে,, অনেক সময় হায়েজ শেষ হওয়ার পর হালকা ক্রিম কালার ব্লাড যায়,, এটা কি হায়েজ বলে গণ্য হবে যদি সেটা ১০দিনের মাঝে হয়,, নরমালিও দেখা যায় অনেক সময় হলুদাভ স্রাব যায় মেয়েদের,, আর হায়েজের শেষ দিন এ যদি এই ব্লাড বাইরে না আসে তাইলেও কি স্বলাহ হবে না,,??
দয়া করে আমার প্রশ্ন গুলোর উত্তর দিবেন ইন শা আল্লাহ