আসসালামু আলাইকুম, শায়েখ আমি আগামী ফেব্রুয়ারিতে ২০২৪ ওমরা করার নিয়ত করছি,কিন্তু আমার এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এর কারণে টোটাল হিপ রিপ্লেস করতে হয়,অর্থাৎ আমার হিপ জয়েন্ট আর্টিফিশিয়াল জয়েন্ট দ্বারা রিপ্লেস করা হয়,যার কারণে আমি সালাতে সিজদাহ্ আদায় করতে পারিনা,আমি রুকু সিজদাহ্ ইশারায় আদায় করি,এমতাবস্থায় আমার ওমরা পালনে কি কোন সমস্যা হবে বা আমার জন্য কি শরীয়তের কোন বাধ্যবাধকতা আছে কি??জানালে উপকৃত হব