ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শিরক হল, আল্লাহর সাথে কাউকে শরীক করা।
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।(সূরা নিসা-১১৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'তুমি কল্পনা কর যে তুমার ছোট বেলার তুমি এখন নিজেকে দেখছো অথবা তুমি নিজের বৃদ্ধ ভারসন তোমাকে দেখছো' এর দ্বারা শিরক হবে না। কেননা এখানে সংশোধন হওয়ার জন্য একটি উপমা দেওয়া হচ্ছে। এতে শিরকের কিছু নেই।