ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর কথা,
'তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না'।'তুমি আর কখনোই আমাকে কল/মেসেজ দিবা না'।
(১)
এই কথাবার্তা দ্বারা কোনো তালাক হবে না। তাছাড়া স্বামীর এই কথা বলার পর যদি দীর্ঘ সময় স্বামী কোনো যোগাযোগ না রাখে (৩ মাসের বেশি সময় যদি যোগাযোগ না রাখে/খোঁজ না নেয়) তাহলেও তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না।
অর্থা ইসলাম এমন কিছু বলেনি যে, দীর্ঘ ৪/৫ মাস যদি স্বামী কোনো খোজ না রাখে/দেখা না করে/ এক সাথে রাত্রি যাপন না করে, তাহলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে
(২) এই রকম দূরত্ব দূর করার জন্য প্রাথমিকভাবে স্বামী স্ত্রী উভয়ের পরিবার থেকে দুইজন বিচারক বসে বিষয়টির সমাধান করবেন।যদি সেটা সম্ভব না হয়, তাহলে স্ত্রী হয়তো তালাক চাইতে পারবে অথবা কোর্টের দ্বারস্থ হতে পারবে।