আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (29 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. অফিসে থাকাকালীন সময়ে ফর্মাল পোশাক পরা অবস্থায় ওজরবশত দাঁড়িয়ে প্রস্রাব করলে কি গুনাহ হবে? প্যান্ট ও বেল্ট থাকার কারণে তখন বসে প্রস্রাব করা কষ্টকর হয়ে যায়।

২. নিজের মালিকানায় কতটুকু ধানী জমি থাকলে ফসলের যাকাত আসবে? কোনো মহিলা যদি শ্বশুরের মালিকানাধীন জমির ধান থেকে খায় এবং শ্বশুর যদি ঐ জমি থেকে পাওয়া ফসলের উশর আদায় না করে তবে মহিলার কি করণীয়? সে কিভাবে হারাম থেকে বাঁচতে পারে?

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
عن عائشة قالت : من حدثكم أن النبي صلى الله عليه و سلم كان يبول قائما فلا تصدقوه ما كان يبول إلا قاعدا (سنن الترمذى، ابواب الطهارة، باب [ ما جاء في ] النهي عن البول قاتما، رقم الحديث-12
অনুবাদ-হযরত আয়শা রাঃ বলেন-তোমাদের মাঝে যারা বলে যে রাসূল সাঃ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাদের কথা বিশ্বাস করো না। কেননা রাসূল সাঃ কেবল বসেই প্রস্রাব করেছেন। (সুনানে তিরমিযী, হাদীস নং-১২, মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-৩৬৬}

ফতাওয়ায় হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
ويكره أن يبول قائما أو مضطجعا أو متجردا عن ثوبه من غير عذر فإن كان بعذر فلا بأس به (الفتاوى الهندية-1/50، رد المحتار-1/31
দাড়িয়ে বা শুয়ে বা সম্পূর্ণ কাপড় খুলে প্রস্রাব করা মাকরুহ। তবে যদি কোনো উযর থাকে, তাহলে জায়েয রয়েছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/12359


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অফিসে থাকাকালীন সময়ে ফর্মাল পোশাক পরা অবস্থায় ওজরবশত নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েয হবে না। হ্যা, বিশেষ জরুরতে মাঝেমধ্যে প্রস্রাব করলে তখন গুনাহ হবে না। প্যান্ট ও বেল্ট থাকার কারণে তখন বসে প্রস্রাব করা কষ্টকর হলে, টয়লেটের ভিতরে গিয়ে প্রয়োজন পর্যন্ত কাপড় খুলে বসে প্রস্রাব করে নিতে হবে।

(২)
অল্প পরিমাণ জমি থাকলেও উশর ওয়াজিব হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219

কোনো মহিলা যদি শ্বশুরের মালিকানাধীন জমির ধান থেকে খায় এবং শ্বশুর যদি ঐ জমি থেকে পাওয়া ফসলের উশর আদায় না করে, তাহলে এক্ষেত্রে  মহিলার কোনো গোনাহ হবে না। স্বামী শশুড়ের গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...