ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
بسم
الله الرحمن الرحيم
জবাব,
যাকাতের খাত সম্পর্কে আল্লাহ তাা'আলা বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ
عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي
سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ
حَكِيمٌ
যাকাত হল কেবল (১) ফকির, (২) মিসকীন, (৩) যাকাত
উসূলকারী ও (৪) যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫) এবং তা দাস-মুক্তির জন্যে
ও (৬) ঋণগ্রস্তদের জন্য, (৭) আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং (৮) মুসাফিরদের
জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
(সূরা আত-তাওবাহ-৬০) বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/699
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যাকাতের টাকা উপরোক্ত আট খাতের যেকোনো একটি খাতেই দিতে হবে। সাধারণত একজন যাকাত গ্রহণের হকদার ব্যক্তিকে
যাকাতের টাকা দিয়ে কোন প্রয়োজনীয় সামানা ক্রয় করে দেওয়া জায়েয আছে। কিন্তু প্রশ্নেল্লিখিত
বিবরণ থেকে জানা যাচ্ছে যে, ঐ নারাীর মালিকানায় তিন লক্ষ টাকা আছে। বিধায় সে যাকাত
গ্রহণের হকদার নয়। কারণ, যাকাত শুধুমাত্র উপরে
উল্লেখিত হকদারকেই দিতে হবে। তবে হ্যাঁ যাকাত ব্যতীত সাধারণ
দানের টাকা দিয়ে তাকে পানির ফিল্টার, ইলেকট্রিক
জগ, ফ্রিজ ক্রয় করে দেওয়া জায়েয আছে। এতে কোন সমস্যা নেই।