আসসালামু আলাইকুম,,আমি স্বপ্নে দেখেছি উত্তর দিক হয়ে ক্ষেতের মাঝে দাড়িয়েছি নামাজ পড়ার জন্য আমার সাথে ২/৩ জন ছিলো পিছনে এবং আমি তায়াম্মুন করছি মাটি দিয়ে। কিন্তু নামাজে শুধু হাত বেধেছি পরক্ষনে বলতেছি অজু করে নামাজ পড়বো। সে উদ্দেশ্যে বাড়িতে চলে আসতেছি বাড়িতে ঢুকার সময় দূরে একজনকে দেখেছি সাদা ছোটো জামা পড়ে কবরের সামনে পূর্বদিক হয়ে নামাজ পড়েতেছে কিন্ত মাথায় কোনো হিজাব নেই,হাটু দেখা যায় মানে কোনো সতর ঢাকা নেই আমি তার দিকে তাকিয়ে চলে গেছি বাড়িতে। এর মাঝেই আমার ঘুম ভাঙ্গে ফজরের নামাজের জন্য। এই স্বপ্ন এখন আমার সারাদিন চিন্তা করাচ্ছে। এমন স্বপ্ন দেখার সম্ভাব্য অর্থ কি হতে পারে?