ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে যথা-
সাধারণত ১৫ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয়।এবং ১৩ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।
তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ হতে পারে। ছেলেদের বালেগ হওয়ার আলামত,স্বপ্নদোষ হওয়া।
আর মেয়েদের বালিগ হওয়ার আলামত,হায়েয শুরু হওয়া।এ আলামত গুলো যখনই পাওয়া যাবে তখনই বালেগ হিসেবে গণ্য করা হবে।
قال أبو حنيفة: مدة البلوغ بالسن في الغلام ثماني عشرة سنة، وفي الجارية سبع عشرة سنة.وقال أبو يوسف، ومحمد: في الغلام والجارية خمس عشرة سنة
(৭১৭ নং মাসআলা,কুদুরী)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আমার খালাতো ভাইকে যদি দেখতে বালেগের মতই মনে হয়,যাকে দেখলে ফিতনাং আশংকা হয়, তাহলে তার সামনে আপনাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। একদম নিজেকে আড়াল করে রাখতে হবে, নতুবা পর্দার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২) আমার খালাতো বোনের জন্যও আপনার আপন ভাইয়ের সামনে এখনই পরিপূর্ণ পর্দা শুরু করা যদি ফিতনার আশংকা হয়। তবে তাদের কোনো একজন সাবালক না হলে, এবং ফিতনার আশংকা না হলে তখন পর্দা আবশ্যক নয়।
(৩) আপনার খালাতো ভাই-বোনকে আপনি দ্বীনি তালিম দিতে পারবেন, পড়াশোনায় সাহায্য করতে পারবেনন, নতুবা পারবেন না।