আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
167 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
edited by

১। কোন এক দিন স্ত্রীর সাথে স্বামীর মাকে নিয়ে ঝগড়া করার সময় স্ত্রী স্বামীকে তার মায়ের সাথে থকতে বলার এমন প্রসঙ্গ সামনে আসলে স্বামী যদি বলে, "তুমি তোমার বাবার সাথে থাকো/শোও" অথবা "তুমি কি তোমার বাবার সাথে থাকতে/শোতে পারবা"? ঠিক কোন শব্দটি ব্যবহার করেছে মনে নেই।কিন্তু এতে স্বামীর ওইরকম (ওই বিশেষ শব্দ) কোন নিয়ত ছিল না, মানে কেনায়ার কোন নিয়ত ছিল না। এতে কি কোন সমস্যা হবে?

২। https://ifatwa.info/53138/ উক্ত লিংকে আপনার উত্তরের কমেন্টের উত্তর টি যদি দিতেন

1 Answer

0 votes
by (595,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ তা'আলা বলেনঃ 
ﻗﺎﻝ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ : ( ﻟَﺎْ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻠّﻪُ ﺍﻟْﺠَﻬْﺮَ ﺑِﺎﻟﺴُّﻮﺀِ ﻣِﻦَ ﺍﻟْﻘَﻮْﻝِ ﺇِﻻَّ ﻣَﻦْ ﻇُﻠِﻢَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﺳَﻤِﻴْﻌًﺎ ﻋَﻠِﻴْﻤًﺎ ) (ﺍﻟﻨﺴﺎﺀ 148)
আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। ( সূরা নিসা-১৪৮)

 وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والفحش؛ فإن الله لا يحب الفاحش المتفحش...» (رواه أبو داود، وأحمد، وإسناده صحيح)
আল্লাহ তা'আলা ইচ্ছাকৃত অশ্লীলতা এবং সাধারণ অশ্লীলতা কে পছন্দ করেন না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
 "তুমি তোমার বাবার সাথে থাকো/শোও" অথবা "তুমি কি তোমার বাবার সাথে থাকতে/শোতে পারবা"? এ রকম কথা চরম পর্যায়ের অশ্লীলতা। আর অাল্লাহ অশ্লীলতাকে অপছন্দ করেন। তবে এরকম কথা বার্তা দ্বারা তালাক হবে না।

(২)
উত্তর দেয়া হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
edited by

হুজুর বিবাহিত কোন পুরুষ যদি অন্য কাউকে মিথ্যা বলে যে সে বিয়ে করে নি, তাইলে কি সম্পর্কে কোন সমস্যা হবে?

[হুজুর আমাকে মাফ করবেন। আমার এই প্রশ্নে প্রথমে দুই নম্বর পয়েন্ট এ আপনার কমেন্ট এর উত্তর চেয়েছিলাম, পরে যখন দেখি এই প্রশ্নের উত্তরের আগেই কমেন্ট এর উত্তর দিয়ে দিছেন তখন এই প্রশ্ন ইডিট করে এখন কমেন্ট এ যে প্রশ্ন করেছি এইটা লিখছিলাম। কিন্তু আপনি উত্তর দেওয়ার পরে যখন দেখি আপনি প্রশ্নের মূল অবস্থার (ইডিট করার আগের) উত্তর দিয়েছেন, (মানে লিংকের উত্তর) তখন প্রশ্ন আগের মত করে দিয়েছি। আর প্রশ্নটি এই কমেন্ট এ করেছি] 
by (595,740 points)
বিবাহিত কোন পুরুষ যদি অন্য কাউকে মিথ্যা বলে যে সে বিয়ে করে নি, তাইলে  সম্পর্কে কোন সমস্যা হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...