ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻚَ ﺇِﻻَّ ﺭِﺟَﺎﻻً ﻧُّﻮﺣِﻲ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﺍْ ﺃَﻫْﻞَ ﺍﻟﺬِّﻛْﺮِ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﻻَ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে। (সূরা নাহল-৪৩)
যে কোনো একটি মাযহাবকে ফলো করা ওয়াজিব।উক্ত মাযহাবের কোনো ব্যক্তিবিশেষকে ফলো করা ওয়াজিব নয়। তবে প্রবৃত্তির অনুসরণ বা নিজের সুবিধা অর্জনের লক্ষে বিভিন্ন জনের নিকট মাস'আলা জিজ্ঞাসা করা কখনো জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/56227
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রবৃত্তির অনুসরণ বা নিজের লাভ ক্ষতির অনুসরণ করে যেই ফাতাওয়া গ্রহণ করা হয়ে থাকে, সেটা হারাম বা নাজায়েয বলে বিবেচিত হবে। সুতরাং প্রশ্নের বিবরণমতে এভাবে ফাতাওয়া গ্রহণও হারাম এবং ইনকামও হারাম বলে বিবেচিত হবে।