আসসালামু আলাইকুম, আমার দীর্ঘদিনের অভ্যাস,,হায়েজ ৭ দিন থাকে। এখন মাঝেমধ্যে হঠাৎ যদি সেটা ৮ দিন বা ৯ দিন থাকে তাহলে কি করবো? আমি কি আমার অভ্যাস অনুযায়ী ৭ দিন পরই ফরজ গোসল করে ফেলবো নাকি ৮ দিন বা ৯ দিন পরে সাদা আসার জন্য অপেক্ষা করবো???
২। আমার ২য় প্রশ্ন। আমি অভ্যাস অনুযায়ী ৭ দিন পর গোসল করে ফেলেছি। কিন্তু কালো স্রাব চলমান।আমি ৪ ওয়াক্ত সালাত ও আদায় করে ফেলেছি।। এখন আমার কি করণীয়?? আমি কি পরের ওয়াক্ত এর সালাত আদায় করবো নাকি করবো না?? আমি কি সাদা না আসা পর্যন্ত সালাত বাদ দিবো???