আমার মধ্যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণগুলো প্রবলভাবে আছে।
প্রব্লেম হলো আমার পিসিওএস আছে,ওভারিতে সিস্ট। স্ট্রেসের সাথে সাথে এটা বেড়ে যায়।
আমার স্ট্রেসের সমস্যা বা ডিপ্রেশনটা মানসিক বলা যায়,যার ডিরেক্ট ইফেক্ট শরীরে পড়ছে,ইন্সট্যান্ট। স্ট্রেসের কারণে সিস্টের ইফেক্ট বেড়ে এগুলো হয়:
পিরিয়ড ইররেগুলার হওয়া,হরমোনাল ইমব্যালেন্স,দূর্বল লাগা,চুল পড়া,হজমশক্তিতে সমস্যা এগুলো চোখে দেখে যাচ্ছে। লং টার্মে এটা ফার্টিলিটিতে এফেক্ট করে,কনসিভ করতে সমস্যা হয়,ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্স হাই।
স্ট্রেস ম্যানেজ করতে পারলে অনেকাংশেই ভালো থাকা যায়।
এমতাবস্থায় আমি কাউন্সেলিং সেবা নিতে চাচ্ছি।
কারণ আমার স্ট্রেসের বিষয়টা অতীতের গুনাহের সাথে সম্পর্কিত, তাই কারও সাথে শেয়ার করি না। প্রায় ৯ বছর ধরে ভুগছি।
এটার প্রভাবে দিনদিন শরীরটা খারাপ হচ্ছে,জীবনের মূল্যবান সময়গুলোও নষ্ট হচ্ছে।
এখন,আমার প্রশ্ন হলো, আমি কাউন্সেলরকে অতীতের গুনাহের কথা বলতে পারব কিনা? সুস্থতা অর্জনের জন্য সেবা নিতে চাচ্ছি।
যার থেকে কাউন্সেলিং সেবা নিতে চাচ্ছি সে বোন দ্বীনের জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ