ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।
নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-
https://www.ifatwa.info/632
ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/212
মানবিক প্রয়োজন,যার জন্য বের না হলেই নয়।যেমন মাহরাম না থাকাবস্থায় খাবার দাবার ও পোষাক ইত্যাদি ক্রয় বা চিকিৎসা কিংবা মাহরাম আত্মীয় স্বজনকে দেখা ইত্যাদির জন্য বাহিরে যাওয়া।সুতরাং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়াতে ফরয বিধান পালন হবে।
আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/3247
ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম।যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/3503
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি সচ্ছল, চাকুরী না করলেও সারা জীবন ঘরে বসে খেতে পারবেন, তাই পর্দাকে লঙ্গন করে চাকুরী করা কোনো মতেই আপনার জন্য জায়েয হবে না।
এখন প্রশ্ন হল আপনার বিয়ে বা বাবা ও বাবার সামাজিক অবস্থান ও বর্তমান সামাজিক পরিস্থিতি।
এসবকিছু বিবেচনায় আমরা বলতে পারি যে, যেহেতু আপনি এমন এক অবস্থানে রয়েছেন যে, আপনার বাবা বা আত্মীয় স্বজন কোনো গরীব দ্বীনদার পাত্রকে গ্রহণ করবে না, দ্বীনি লাইনের গরীব পাত্রকে মেনে নিবে না। বরং আপনাদের সমপর্যায়ের কেউ হতে হবে।দ্বীনদার হলেও আপনার বাবা সম্ভবত আপত্তি করবে না। তাই আপনি দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে বিসিএসে অগ্রসর হতে পারবেন।
(১)
ইসলাম ও মুসলমান এবং দেশের স্বার্থে অগ্রসর হওয়া।
(২)
বিসিএস ক্যাডারের প্রধানতম উদ্দেশ্য হল, দ্বীনদার সমপর্যায়ের কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।এবং স্থায়ী চাকুরী না করা।
চাকুরী ঢুকে গেলে পরবর্তীতে বেড়িয়ে আসাটা অত্যান্ত কষ্টকর। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
পরবর্তীতে যদি পরিবেশ পরিস্থিতি বদলে যায়, তাহলে দ্বীনি লাইনের কাউকে জীবন সাথী বানিয়ে নেওয়াটাও হয়তো সহজতম হতে পারে। আল্লাহ সবকিছু সহজ করে দেউক।আমীন।