জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
عَبْد ج عِبَاد ، عَبِيد
['আব্দ] শব্দের অর্থঃ-
দাস
ক্রীতদাস
গোলাম
উপাসক
সেবক
বান্দা
★সুতরাং আব্দুল্লাহ শব্দের অর্থঃ- আল্লাহর দাস,আল্লাহর বান্দা,আল্লাহর গোলাম।
وَ الۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۱﴾
অনুবাদঃ
কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
(সুরা আদিয়াত ০১)
الْعَادِيَات শব্দটি عدو থেকে উদ্ভূত। অর্থ দৌড়ানো।
عَادِيَة ج عَادِيَات ، عَوَادِي [عدو]
['আদিয়াহ, বহুবচন আদিয়াত] শব্দের অর্থঃ-
অন্যায়
অত্যাচার
দুর্ব্যবহার
বিপদ
বাধা
ধাবমান অশ্ব
লড়াইয়ের জন্য ছুটন্ত বাহিনী
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আদিয়াত শব্দের অনেক অর্থ আছে।
তার মধ্যে আদিয়াত অর্থ সীমা লঙ্ঘনকারী (ঘোড়া) অর্থও হবে।
অন্যায়,অত্যাচার,দুর্ব্যবহার,বিপদ। এই অর্থ গুলোও হবে।
সুতরাং "আদিয়াত" নাম না রাখার পরামর্শ থাকবে।