ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব
https://ifatwa.info/52301/
নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
নবজাতক
জন্মের সপ্তম দিনে আকীকা দেওয়ার কথা হাদীস শরীফে এসেছে।
সামুরা
বিন জুনদুব রাদিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে
বর্ণিত, তিনি
বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
«كُلُّ
غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ
وَيُسَمَّى»
‘প্রত্যেক
শিশুই তার আকীকা জরুরী। জন্মের সপ্তম দিনে তার জন্য জবাই করা হবে এবং তার মাথা নেড়ে
করা হবে আর নাম রাখা হবে। [আবূ দাউদ : ২৮৪০; মুসনাদ আহমদ : ২০০৯৫।]
আমর
বিন শুয়াইব তার বাবা আর বাবা তার দাদার সূত্রে বর্ণনা করেন যে,
«أَنَّ
النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَمَرَ بِتَسْمِيَةِ الْمَوْلُودِ يَوْمَ
سَابِعِهِ وَوَضْعِ الأَذَى عَنْهُ وَالْعَقِّ».
‘নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সপ্তম দিবসে নবজাতকের নাম রাখা, তার আবর্জনা দূর করা (তথা
নেড়ে করা) ও আকীকার নির্দেশ দিয়েছেন।’ [তিরমিযী : ২৮৩২।]
বিস্তারিত
জানুনঃ-
https://ifatwa.info/26553/
تنقيح
الفتاوى الحامدية (6 / 367
"وَلَوْ قَدَّمَ يَوْمَ
الذَّبْحِ قَبْلَ يَوْمِ السَّابِعِ أَوْ أَخَّرَهُ عَنْهُ جَازَ إلَّا أَنَّ
يَوْمَ السَّابِعِ أَفْضَلُ".
সারমর্মঃ কেহ
যদি সাতদিনের পূর্বে বা পরে আকীকার পশু জবাই করে, তাহলে জায়েজ আছে,তবে নিঃসন্দেহে ৭ম দিনই উত্তম।
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. ছাগল ও খাসি উভয়টা
দিয়েই আকিকার দেওয়া যায়। তবে খাসি দিয়ে আকিকার দেওয়া উত্তম।
২. জন্মের
সপ্তম দিবসে নবজাতকের নাম রাখা ও তার আবর্জনা দূর করা (তথা নেড়ে করা) করে দেওয়া
মুস্তাহাব। তবে এতে মাথায় আঘাত পাওয়ার আশংকা থাকলে তাহলে চুল একেবারে ছোট করে কেটে
দিলেও হবে ইনশাআল্লাহ।
৩. জী হ্যা, শুক্রবার দিতে হবে।