পছন্দ করে গোপনে বিয়ে করা হয়। বিয়ের ১ বছর পর বিয়ের বিষয়টি বাড়িতে জানতে পারে। তারপর ছেলের বাড়িতে জানানো হলে ছেলে এবং ছেলের পরিবার এই বিয়েটা অস্বীকার করে। বিয়ের প্রমাণ দেখানো হলে পরবর্তীতে বিয়েটা স্বীকার করে। তারপর কিছু দিন পর ডিভোস্ড বা বিবাহ বিচ্ছেদ হয়। ছেলের বাড়িতে বউ হিসাবে কখনো যাওয়া হয় নাই। এলাকার কিছু কিছু মানুষ যানেন এই গোপনে বিয়ের আর বিচ্ছেদ বিষয় টি । তো দ্বিতীয় বিয়ের সময় কি এই গোপনে বিয়ে আর বিচ্ছেদ এর কথা কি বলতে হবে??? বললে কি পরবর্তী সাংসারিক জীবনে খারাপ প্রভাব পরবে??? আর যদি বিষয় টা গোপন করে দ্বিতীয় বিয়ে করা হয়। তারপর বিয়ের পর যদি গোপনে বিয়ে আর বিচ্ছেদ এর কথা জানতে পারে। আর খারাপ প্রভাপ পরে। তাহলে করণীয় কি হবে??? উস্তাজ এ বিষয়ে করণীয় কি??? গোপন রাখতে হবে নাকি বিয়ের আগে বিষয় টি জানাতে হবে। ?????