আসসালামু আলাইকুম।একটু দ্রুত উত্তর পেলে ভাল হয়..আমার এক আত্মীয় ফ্যামিলি প্ল্যানিং এর ডাক্তার পোস্টে চাকুরি করেন।তার পোস্ট টি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিস এর প্রধান নির্বাহী র। তার মূলত প্রশাসনিক কাজ, সবধরনের বাজেট আসে,অধিনস্ত দের বেতন দেওয়া হয়।এছাড়া তিনি ইমপ্ল্যান্ট নামক কন্ট্রাসেপ্টিভ মেথড এর বসানোর কাজ করেন,মাঝে মাঝে মাঠ পর্যায়ে ভিজিটে যান।এছাড়া আর কোন কাজে করেন কিনা আমার জানা নেই।এখন তার জব কি হালাল??
তার বাসায় কি দাওয়াত গ্রহণ করা যাবে?তার এই জবের বাইরেও আয়ের উৎস আছে কিন্তু সেটা ওই জবের ইনকামের তুলনায় অনেক স্ব্ল্প।তার পরিবারে আরেকজন সদস্য ও ইনকাম করেন এবং পরিবারে খরচ করেন।এখন তাদের বাসায় খাওয়া যাবে কি