আসসালামু আলাইকুম, আমি ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছি,,বিয়ের সময় বলা হয় দেনমোহর ১ লাখ,, কিন্তু গহনা আলাদাভাবে গিফট হিসাবে দেয়া হবে,,সেইসময় দেনমোহর বা গহনা কোনটাই পরিশোধ করা হয়নি,,,এখন পরিবার থেকে স্ত্রীকে গহনা দেয়া হবে,, আমি বেকার,,তাই এই গহনা গুলাকে দেনমোহর হিসাবে স্ত্রীকে দেয়া যাবে?? এই গহনা (১ লাখ টাকার সমপরিমাণ বা বেশি) দেনমোহর হিসাবে নিতে স্ত্রীর কোনো আপত্তি নেই।