ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)বিকাশ বা অন্য কোথাও নিজের নাম্বার বা অন্য কোনো সংখ্যা লিখার সময় যদি স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক এর নিয়ত করে সেই সংখ্যা লিখা হয়, তাহলেও তালা পতিত হবে না। কেননা প্রশ্নকারী ওয়াসওয়াসা রোগে আক্রান্ত।আর ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তির কোনো তালাক হয় না।
(২) তালাকের নিয়তে স্ত্রীকে উদ্দেশ্য করে "***" এভাবে লিখলেও তা** পতিত হবে না। (সেই লেখা স্ত্রী দেখুক বা নাই দেখুক বা মেসেজে পাঠানো হোক বা না হোক।
প্রশ্নের ধরণ অনুযায়ী মাস'আলার পরিবর্তন হয়। আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে,আপনি ওয়াসওয়াসার রোগী। সুতরাং আপনার জন্য কোনো তালাকই পতিত হবে না।