জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়।
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম।
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।
পবিত্র কুরআন শরিফে এসেছে
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}
হাদিস শরিফে এসেছে,
সাফওয়ান ইবন সুলাইম বলেন,
قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )
রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে আপনি নরমাল খান,আর এতে সেই এক হাজার টাকা হতে প্রতি সপ্তাহে কিছুটা সঞ্চয়ও হয়ে যায়।
সুতরাং আপনি যে আপনার কোম্পানির মালিক কে বলেছেন যে "১০০০ টাকা তো খাওয়া বাবদেই চলে যায় সপ্তাহে আর কিছু থাকেও না"
একথা পুরোপুরি সত্য নয়।
আপনি হয়তোবা কয়েকবার বাড়ি থেকে টাকা এনেছেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে নয়
বরং ঐ এক হাজার টাকা হতে আপনার সঞ্চয় থেকে যায়।
সুতরাং এভাবে মিথ্যা হলে টাকা বাড়িয়ে আপনার জন্য জায়েজ হয়নি।
এভাবে ধোকা মূলক কথা বলে ৫০০ টাকা বাড়িয়ে নেয়া শরীয়ত সমর্থন করেনা।
সুতরাং আপনি এখন আপনার কোম্পানির মালিক কে সত্য কথা বলবেন,যে সব সপ্তাহে বাড়ি থেকে আনতে হয়না, কয়েকবার আনতে হয়েছিলো।
এটি জানার পরেও যদি তিনি ৫০০ টাকা বাড়িয়ে দেন,না কমান,সেক্ষেত্রে ১৫০০ টাকা নেয়া জায়েজ হবে।