আমি একটা মেডিকেল কোচিং এ ভর্তি হয়েছি। আবার শুধু পরীক্ষা দেওয়ার জন্য রেটিনাতে ভর্ডি হয়েছি। আমার এক দ্বীনী বোন গাজীপুরে থাকে, ওখানে ও উন্মেষ এ ভর্তি হয়েছে। কিন্তু রেটিনা ওদিকে নেই। আর রেটিনা সাধারণত ভালো প্রশ্ন করে শুনে এসেছি। আমাকে রেটিনা থেকে ওয়েবসাইট দিয়েছে যেখানে শুধু পরীক্ষা দেওয়া যাবে। আর কোচিং থেকে এটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা বা এমন কিছু জানা নেই আমার।আমার বাসায় থাকলে বা পাশের বাসায় থাকলে তো প্রশ্ন দেখতোই বা আমি ছবি তুলে দেওয়ার থেকে শুধু ওয়েবসাইটে দেখলে কী সমস্যা এমন ভেবে দিয়েছি। এটায় কি কোনো সমস্যা আছে? সে পরীক্ষা দিবে না, ক্লাসও দেয়নি ওখানে, শুধু প্রশ্নটা দেখতে পারবে কেমন আসে?