আসসালমুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বাাকাতুহু
শায়েখ , আমার এই টুকু জবাব পেলে অনেক খুশি হব, দয়া করে বিষয় টা ওয়াসওয়াসা ভাববেন না। বুঝতে একটু বেগ পেতে হচ্ছে তাই ভেঙে প্রশ্ন করলাম।
{ আমাদের বিয়ের পর সহবাস হয়েছে কয়েক বার, কিছুদিন পর রেগে ১ তালাক বলেছিলাম, ফিরিয়ে নিয়ে আবার সংসার করছি)
নিচের প্রশ্নের জবাব পেলে খুব উপকৃত হব।
১. খালাওয়াতে সহীহ ও খালাওয়াতে ফাসেদাহ হলে কি অটোমেটিক তালাক হয়ে জাই???
২.আমাদের ২ বছর হলো বিয়ে হওয়া , শরীয়াত মোতাবেক দুটি বাড়ির অনুমতি নিয়ে তারা আমাদের বিয়ে দিয়েছেন। যখন মন চায় তখনি সহবাস করি, কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে রুমে আমি আর আমার স্ত্রী থাকি, সেখানে কেউ প্রবেশ করেনা। সেক্ষেত্রে কি খালাওয়াতে সহীহ হবে?? এর জন্য কি তালাক হবে?
৩.অনেক সময় স্ত্রী এর সঙ্গে সহবাস না করে ও মনি নির্গত হয়, স্ত্রীর ও নির্গত হয়। কিন্তু স্ত্রী একটু সমস্যার জন্য রাজি না থাকায় সহবাস করিনি , সেক্ষেত্রে কি খালাওয়াতে সহীহ হবে?? দিয়ে স্ত্রীর সঙ্গে রাগা রাগী হয় শেক্স করা নিয়ে স্ত্রী কে দুই চার কথা শুনিয়ে দি মাঝে মধ্যে তালাকের ভাবনা ও চলে আসে। বড়ো কোনো ঝামেলা না। এই সব এর জন্য কি তালাক হবে??
৪.আমরা ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছিলাম , আমি এবং আমার স্ত্রী একটা রুম এ ছিলাম। সহবাস করা নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিলো। খালাওয়াতে সহীহ ও খালাওয়াতে ফাসেদাহ হবে নাকি এর জন্য? অবশ্য আমরা সহবাস করেছি।
৫. আমাদের সাংসারিক জীবন বৈধ তো,?
জাযাকাল্লাহ।