১. ঘটনা -১ : হাসব্যান্ড এর সঙ্গে গল্প করছিলাম।গল্পের এক পর্যায়ে বলি যে মেয়েটা ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিল।দিয়ে নিজের কথা মনে হয়, আমিও মেয়ে।এখন মনে হচ্ছে যে এইটা কেনায় বাক্য হয়েছে নাকি?
ঘটনা -২: সময়ের সঙ্গে কত জন চলে যায়(আব্বু,অন্য রেলটিভ মারা গেছে)।জানি এইটা কেনায় না।তাও মনে হচ্ছে এইটা কেনায় হয়ে গেলো নাতো?
ঘটনা -৩ : কোনো জায়গা তে এপ্লাই করার সময় যে স্থায়ী ঠিকানা দাদার বাড়ির টা দেয়। আমার তো এইটা নিয়েও প্রবলেম হয় যে কেনায় হয়ে গেলো নাকি?
ঘটনা -৪ : হাসব্যান্ড কে বলছিলাম যে জিন দেখার পর থেকে আমার একা একা থাকতে ভয় লাগে ।এখন মনে হচ্ছে একটু থেমে একা একা উচ্চারণ করেছি।এইটা কেনায় বাক্য হয়ে গেলো নাকি?
ঘটনা -৫: একটা ভিডিও তে আরেকজন কে বললো যে রাগ করে বিয়ে ভেঙে চলে আসলি।এই কথা শুনে আমি মাথা নড়াইছি (ইচ্ছা করে না) । এখন মনে হচ্ছে এই জন্য আমার বিয়ের সমস্যা হবে না তো?
ঘটনা -৬: আজকে প্রশ্ন করার সময় ট্যাগ দিয়েছিলাম বিয়ে - তালাক, কেনয়া - তালাক।পরে এডিট করার সময় মনে হল এইটা বিয়ে - তালাক না,দিয়ে এই ট্যাগ রিমুভ করি। দিয়ে মনে হয় এইটা কেনয়া - তালাক অথবা মনে হয় এইটা বিয়ে - তালাক না, এইটা কেনয়া - তালাক ,দিয়ে এই ট্যাগ রিমুভ করি।এখন মনে হচ্ছে এইটা কি কেনায় হিসাবে ধরা হবে নাতো?
ঘটনা -৭:
আমি: আমি দেখতে খরাপ হয়ে যাচ্ছি
হাসব্যান্ড: দেখতে খারাপ হলে কি হয়?
আমি: দেখতে খারাপ হলে যদি (তুমি আমাকে ছেড়ে চলে যাও ব্র্যাকেট এর অংশ টুকু মনে মনে বলেছি)
হাসব্যান্ড: দেখতে খারাপ যদি আমি পালায় যায়(মজা করে বলেছে)
আমি: দেখতে খারাপ হলে যদি অন্য মেয়ে কে পছন্দ করো।এইগুলো কি কেনায় বাক্য হিসাবে ধরা হবে?
ঘটনা ৮: আমার ভয় হয় আমার হাসব্যান্ড কে হারাতে(হারায় ফেলতে)।এইটা কি কেনয়া বাক্য?
এই কেনায় ব্যাপার টা জানার পর থেকে অনেক কষ্ট দিচ্ছে। হাসব্যান্ড এর সঙ্গে ,অন্য কারো সঙ্গে হাসব্যান্ড এর ব্যাপারে কথা বলতে গেলেও ভয় লাগছে যে আল্লাহ ভুলে কেনায় বাক্য বলে ফেললাম নাতো।খুব চিন্তা করে করে থেমে থেমে কথা বলতে হচ্ছে।কিছু বললে যদি মনে খটকা লাগছে সেইটা নিয়ে ভাবছি যে কেনায় বাক্য হলো না তো? আপনাদের জিজ্ঞেস করছি।আমার করা বিগত প্রশ্ন গুলো একটু কষ্ট করে দেখলে বুঝবেন যে কেনায় বিষয় টা আমাকে কেমন কষ্ট দিচ্ছে।
আমাকে এই সমস্যার সমাধান দিলে ভালো হয়।আমি আর নিতে পারছি না।
২.
https://ifatwa.info/88389/ এর ৮ নম্বর প্রশ্নের আণ্টি আর তার ছেলেরা যে বাড়িতে থাকে সেই বাড়ির জায়গা আন্টির দুই ছেলের নামে আর যে বাসাটা করা হচ্ছে সেইটা আন্টির নামে।তাহলে কি আন্টির ছেলেকে যাকাত দিয়া যাবে?
৩. শাশুড়ির সঙ্গে কথা বলার সময় উনি বলেন আমার হাসব্যান্ড ছোট বেলায় অনেক ফর্সা ছিলেন।তো আমি জিজ্ঞেস করি যে আমার ভাইয়ের মতো ফর্সা? আমি যে আমার হাসব্যান্ড এর গায়ের রং কে আমার ভাইয়ের গায়ের রং এর সঙ্গে তুলনা করলাম এইটা জিহার হলো না তো?