ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার বক্তব্য
"আমি যখন আলাদা লিখতে যাই তখন মনে পড়ে যায় এটা কেনায়া বাক্য হতে পারে।"
তখন ইচ্ছাকৃতভাবে তালাকের নিয়তে উপরে বাক্য লিখেন, তাহলে তালাক পতিত হবে না। কেননা এভাবে তালাকের নিয়তে হতে পারে না। তাছাড়া এখানে ওয়াসওয়াসার দিকটা প্রবল।আর ওয়াসওয়াসার রোগীদের তালাকের সন্দেহ দ্বারা তালাক হয় না।
(২) স্ত্রীর কেনা কোর্স আপনি ব্যবহার করতে পারবেন না। এবং স্ত্রীও আপনার ক্রয়কৃত কোর্স ব্যবহার করতে পারবে না।
(৩) উঠো, দন্ডায়মান হও এটা কেনায়া বাক্য, কেননা উঠে বা দাড়িয়ে স্ত্রী তার স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী যাবে। সুতরাং এই যাওয়ার জন্য উঠা বা দাড়ানো তালাকের দিকেই কেনায়া।
(৪)বিবাহের পুর্বে যদি সহবাস ব্যতীত নির্জনবাস হয় তাহলে বিবাহের পরে সেই নির্জনবাসকে খালাওয়াতে সহিহার অন্তর্ভুক্ত করা হবে না।
(৫) সিএনজি বা অটোরিকশাতে স্বামী আর স্ত্রী রাতে একা সফর করলে বা লজ্জাস্থান স্পর্শ করলেও খালওয়াতে সহীহা হবে না। কেননা সেখানে সহবাস করা সম্ভব না,কারন অন্তত গাড়ির চালক তো আছেন।
(৬)খালাওয়াতে ফাসিদা হলে তালাকের হুকুম খালাওয়াতে সহিহা এর মতো নয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/77753