১. শায়েখ, আপনি
https://ifatwa.info/88273/ এর তিন নং এর ক্ষেত্রে বলেছেন "" তবে যদি কিছুক্ষণ পর বা অন্যকাজ করার পর বলেন, তাহলে এক তালাক বায়েন পতিত হয়ে যাবে" আসলে এটা বেশ কদিন আগের ঘটনা, আমার পুরো মনে নাই, একবার মনে হয় ১/২ সেকেন্ড থেমেছি, তবপ ৫ সেকেন্ড এর থেকে বেশি বিরতি দিছি বলে মনে হয় না, এক্ষেত্রে কি করনীয়, জানাবেন শায়েখ?
২. শায়েখ
https://ifatwa.info/66941/ এর তিন নং এ বললেন, ""আচ্ছা" যেহেতু তার কথার জবাবে বলেননি, তাই তালাক হবে না" এখানে আমিওতো তার হ্যা কথায় রাজি সূচক জবাবে লিখি নাই, আমার ক্ষেত্রে কি একই জিনিস বিবেচনা হবে?
৩. ওসওয়াসার লিংক যখন প্রথমে দেখেছিলাম, তখন সেখানে ফ্রি কোর্সে ডুকা যেতো অনেক ভিডিও, তথ্য, অনেক কিছুই ছিলো, কিন্তু এখন গেলে একটি ছবি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না আগের মতো কোনো তথ্য বা কিছুই নেই, কমেন্ট অপশন আছে কমেন্ট করা যায়..কিন্তু এটা করার পরেও সামনে যাওয়া যা না বিষয়টি দেখবেন দয়া করে।
জাজাকাল্লাহ