১.আমার খালুকে ও উনার পরিবারবে একজন বিয়ের দাওয়াত দিয়েছে। এখন উনার পরিবারের সবাই যাবেন না, উনার মেয়েদের নিয়ে যাওয়ার কথা ছিলো, তারা যেতে পারছেন না, আমাকে বলছেন উনার সাথে বিয়েতে যেতে, যেহেতু তারা সবাই যাবেন না,
আমার কি ওনার সাথে অনুষ্ঠানে যাওয়া ও খাওয়া জায়েজ হবে??
২.আমি আগে তাদের বাসায় তাদের সাথে থাকতাম, তখন তাদের কেও দাওয়াত দিলে তাদের সাথে আমিও যেতাম এখন আমার কি করনীয়?