আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
223 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম।
ওস্তাদ,

আমি এডমিশন ক্যান্ডিডেট।
আমি ঘরের বাইরে শুধুমাত্র ইলম অর্জন (কোচিং/ভার্সিটি/কলেজ), আত্মীয়ের সাথে দেখা করার জন্য এবং দরকার হলে কেবল দোকানে যাই। কিন্তু আমার মা বাবা আমাকে চাকরি করতে বলছেন বারবার। আমার একদমই ইচ্ছে নেই চাকরি করার, তার ওপর ছেলেদের সাথে এক প্লাটফর্মে। একদমই সম্ভব না।

আমার আশেপাশে অনেকেই বলে,  মা-ও বলে যে মেয়ে বড় হয়ে গেছো,  নিজের খরচ এখন নিজে চালানো উচিত,  আর কত হাত পেতে টাকা নিবে----এধরণের কথা।
কিন্তু আমি তো জানি ইসলামে মেয়েদের ভরণপোষণের দায়িত্ব তো তার মাহরামের। খুব সল্প খরচেও তো আমি তাদেরকে বলবোনা কখনো আমাকে বেশি দিতে। কিন্তু তবুও তারা এসব কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করে ও লজ্জা দেয় যে নিজে কেনো আয় করিনা।

তার ওপর তারা আমাকে কিছু না পারলে স্কুলে চাকরি নিতে বলছেন যেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আশা করি জানেন ওস্তাদ।
(উল্লেখ্য যে আমাদের বড় পরিবারের একমাত্র আয় করেন আমার বাবা, আর কিছুদিন যাবৎ ভাই কাজ করছে। আর আল্লাহ আমাদের এত বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ  যে এতে আমাদের, আমার ভাই ও বোনের সংসারে খুব ভালোভাবেই চলছে আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ। এখানে আমার আলাদা করে টাকা আয়ের কোনো দরকারই নেই।)

১/এখন আমি যদি এক্ষেত্রে মা বাবার অবাধ্য হই আমার গুনাহ হবে কি?

২/আর আমি তাদের বুঝাবো কিভাবে ইসলামের দৃষ্টিতে?

৩/যেহেতু আমার ভরণপোষণের কোনো সমস্যা হচ্অছেনা, বরং আল্লাহ আরও অনেক বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ,  তবুও অলাইনে আমার ছোটখাটো (বইয়ের) ব্যবসা করাটা কি সঠিক হবে(ওখানেও বই কেনা,কুরিয়ারে পাঠানো, কথাবার্তা বলতে নন মাহরামের সাথে মেশাটা কঠিন কিছু না)? নাকি তা (বাবার থেকে টাকা নেওয়াকে লজ্জা মনে) না  করে পড়ায় মনোযোগ দেওয়াটা ঠিক হবে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3247

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/3503 


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
(১)যেহেতু আপনারা অার্থিকভাবে সচ্ছল, তাই আপনার জন্য বাহিরে গিয়ে ফ্রিমিক্সিং পরিবেশে চাকুরী করা জায়েয হবে না। চাকুরী না করার জন্য আপনি মা বাবার অবাধ্য সন্তান হবেন না।

(২)আপনি তাদেরকে হেকমত ও প্রজ্ঞার সাথে নরমভাবে বুঝাবেন। সম্ভব হলে তাদেরকে ওয়াজ নসিহত ও তাবলীগের বয়ানে নিয়ে যাবেন। অথবা মুবাইলে তাদেরকে শুনাবেন।

(৩)অলাইনে আপনি ছোটখাটো (বইয়ের) ব্যবসা করতে পারবেন।তবে গায়রে মাহরামের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। নিজ মাহরাম কারো দ্বারা কথা বলাবেন।যদি সেটা সম্ভব না হয়, তাহলে অনলাইন ভিত্তিক ঐ চাকুরী পরিত্যাগ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...