আসসালামু আলাইকুম।
ওস্তাদ,
আমি এডমিশন ক্যান্ডিডেট।
আমি ঘরের বাইরে শুধুমাত্র ইলম অর্জন (কোচিং/ভার্সিটি/কলেজ), আত্মীয়ের সাথে দেখা করার জন্য এবং দরকার হলে কেবল দোকানে যাই। কিন্তু আমার মা বাবা আমাকে চাকরি করতে বলছেন বারবার। আমার একদমই ইচ্ছে নেই চাকরি করার, তার ওপর ছেলেদের সাথে এক প্লাটফর্মে। একদমই সম্ভব না।
আমার আশেপাশে অনেকেই বলে, মা-ও বলে যে মেয়ে বড় হয়ে গেছো, নিজের খরচ এখন নিজে চালানো উচিত, আর কত হাত পেতে টাকা নিবে----এধরণের কথা।
কিন্তু আমি তো জানি ইসলামে মেয়েদের ভরণপোষণের দায়িত্ব তো তার মাহরামের। খুব সল্প খরচেও তো আমি তাদেরকে বলবোনা কখনো আমাকে বেশি দিতে। কিন্তু তবুও তারা এসব কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করে ও লজ্জা দেয় যে নিজে কেনো আয় করিনা।
তার ওপর তারা আমাকে কিছু না পারলে স্কুলে চাকরি নিতে বলছেন যেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আশা করি জানেন ওস্তাদ।
(উল্লেখ্য যে আমাদের বড় পরিবারের একমাত্র আয় করেন আমার বাবা, আর কিছুদিন যাবৎ ভাই কাজ করছে। আর আল্লাহ আমাদের এত বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে এতে আমাদের, আমার ভাই ও বোনের সংসারে খুব ভালোভাবেই চলছে আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ। এখানে আমার আলাদা করে টাকা আয়ের কোনো দরকারই নেই।)
১/এখন আমি যদি এক্ষেত্রে মা বাবার অবাধ্য হই আমার গুনাহ হবে কি?
২/আর আমি তাদের বুঝাবো কিভাবে ইসলামের দৃষ্টিতে?
৩/যেহেতু আমার ভরণপোষণের কোনো সমস্যা হচ্অছেনা, বরং আল্লাহ আরও অনেক বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তবুও অলাইনে আমার ছোটখাটো (বইয়ের) ব্যবসা করাটা কি সঠিক হবে(ওখানেও বই কেনা,কুরিয়ারে পাঠানো, কথাবার্তা বলতে নন মাহরামের সাথে মেশাটা কঠিন কিছু না)? নাকি তা (বাবার থেকে টাকা নেওয়াকে লজ্জা মনে) না করে পড়ায় মনোযোগ দেওয়াটা ঠিক হবে?