بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/30362/
নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- প্রানীর
এমন ছবি যেখানে মাথা, চেহারা থাকে, সেটি
নিষেধ। প্রানীর ছবিতে যদি এমন কাজ করা হয়, যাতে সেটি প্রান বিশিষ্ট
প্রানীর ছবি মতো মনে না হয়, তাহলে সেটির উপর ছবির বিধান আরোপ
হবেনা। কিন্তু যদি জান বিশিষ্ট প্রানীর বর্ণনা বুঝা যায়, তাহলে
তাহলে সেটি হারাম ছবির অন্তর্ভুক্ত হবে।
হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ
عَنْهُمَا - قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ - يَقُولُ : " كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ ، يُجْعَلُ لَهُ
بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسًا ، فَيُعَذِّبُهُ فِي جَهَنَّمَ " . قَالَ
ابْنُ عَبَّاسٍ : فَإِنْ كُنْتَ لَا بُدَّ فَاعِلًا فَاصْنَعِ الشَّجَرَ وَمَا لَا
رُوحَ فِيهِ . مُتَّفَقٌ عَلَيْهِ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামী। সে যতগুলো ছবি তৈরি করেছে (কিয়ামতের
দিন) সেগুলোর মধ্যে প্রাণ দান করা হবে এবং জাহান্নামের শাস্তি দেয়া হবে। ইবনু ‘আব্বাস বলেন, যদি তোমাকে একান্তই
ছবি তৈরি করতে হয়, তাহলে গাছ-গাছড়া এবং এমন জিনিসের ছবি তৈরি
কর যার মধ্যে প্রাণ নেই। (বুখারী ২২২৫, মুসলিম-৫৬৬২, আহমাদ-২৮১০, সহীহ আত তারগীব ওয়াত তারহীব-৩০৫৪)
মাথা কর্তিত থাকলে সেই ছবি হারামের হুকুম থেকে বাহির হয়ে যাবে।
যেমনঃ হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ
ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ : " ﺍﻟﺼُّﻮﺭَﺓُ ﺍﻟﺮَّﺃْﺱُ، ﻓَﺈِﺫَﺍ ﻗُﻄِﻊَ ﺍﻟﺮَّﺃْﺱُ
ﻓَﻠَﻴْﺲَ ﺑِﺼُﻮﺭَﺓٍ ."
প্রাণীর মাথা-ই হল মূলত ছবি তথা প্রাণীর মাথাটাই ছবির উল্লেখযোগ্য
অংশ। যখন কোনো ছবির আকৃতি থেকে মাথাকে কেটে ফেলা হবে,তখন সেটা যেন কোনো ছবিই না। (সুনানে বায়হাক্বী-১৪৫৮০)
خلاصۃ الفتاوی :
"وإن کانت مقطوع الرأس لا بأس به، وکذا لو محی
وجه الصورة فهو کقطع الرأس". (1/58،
کتاب الصلوٰۃ، ط: رشیدیہ)
সারমর্মঃ যদি ছবি থেকে
মাথা কেটে ফেলা হয়,তাহলে কোনো সমস্যা নেই। একই ভাবে যদি চেহারা
মুছে ফেলা হয়,তাহলেও কোনো সমস্যা নেই।
★প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ছুরতে মুখ মণ্ডল তথা চোখ, মুখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি মুখাবয়বের চিহ্ন অবশিষ্ট না থাকলে তাহা ব্যবহার করা যাবে। সতর্কতামূলক
পূর্ণ মাথা কেটে দেয়াই ভালো হবে।
তবে অনেক উলামায়ে কেরামগন
এটির ব্যবহারও নিষেধ করেছেন। বিধায় এধরনের ছবিও ব্যবহার না করাই উচিত। কিন্তু
প্রয়োজনে যদি একান্ত ব্যবহার করতেই হয় তাহলে উপরে উল্লেখিত শর্ত মেনে কার্টুন আঁকা
জায়েয আছে। কোন প্রাণীর ছবি আঁকলে বা তৈরি করলে এবং সংরক্ষন করলে কবিরা
গুনাহ হয়।
আল্লাহ তায়ালা মাফ না করলে এর দরুন তাকে জাহান্নামে যেতে হবে। তবে এক্ষেত্রে
শিরক কিংবা কুফর হয়না।