আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)

আসসালামু আলাইকুম। আমরা কয়েকজন মিলে wifi ব্যবহার করার জন্য রাউটার কিনেছি পড়াশোনার উদ্দেশ্যে। এখন কেউ যদি এটা ব্যবহার করে হারাম কাজ করে তাহলে কি বাকিদের গুনাহ হবে? আর আমরা কি পড়াশোনার পর রাউটারটি অন্য কারও কাছে বিক্রি করে দিতে পারব কি, জানিনা যাদের কাছে বিক্রি করবো তারা পড়াশোনার পাশাপাশি হারাম কোন কাজ করবে কিনা(যদিও হারাম কিছু দেখার সম্ভাবনা প্রবল)?

1 Answer

0 votes
by (58,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

https://ifatwa.info/13412/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,

শরীয়তের বিধান হলো গুনাহের কাজে যে ব্যাক্তি সাহায্য সহযোগিতা করছে, তার সহযোগিতাই যদি সেই গুনাহের কাজ কায়েম করতে সরাসরি ভূমিকা পালন করে, তাহলে এমন  সহযোগিতা করা হারাম।

 

আর যদি তার এই সাহায্য সেই গুনাহের কাজ কায়েমের ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন না করে, বরং এটা স্রেফ সহায়ক হিসেবে থাকে, মূল হিসেবে না থাকে, তাহলে এমন সহযোগিতা নাজায়েজ নয়।  তারপরেও গুনাহের কাজে যেকোনো সহযোগিতা থেকে বেঁচে থাকাই উচিত।      

 

পবিত্র কুরআন শরিফে আছেঃ   

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

 

জাওয়াহিরুল ফিকাহ গ্রন্থে আছেঃ

إن الإعانۃ علی المعصیۃ حرام قطعًا بنص القرآن، ولکن الإعانۃ حقیقۃ ہي ما قامت المعصیۃ بعین فعل المعین الخ۔ (جواہر الفقہ / تفصیل الکلام في مسئلۃ الإعانۃ علی الحرام ۲؍۴۴۷ دیوبند)

নিশ্চয়ই গুনাহের কাজে সহযোগিতা করা কুরআনের অকাট্য দলিল দ্বারা হারাম। কিন্তু প্রকৃত পক্ষে গুনাহের সহযোগিতা হলোঃ  তার সহযোগিতাই  সেই গুনাহের কাজ কায়েম করতে সরাসরি ভূমিকা পালন করে। অন্যথায় তা হারাম নয়।

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনারা কয়েকজন মিলেই ওয়াইফাইয়ের বিল পরিশোধ করে থাকেন তাহলে কেউ যদি তা হারাম কাজে ব্যবহার করে থাকে তাহলে গোনাহ শুধু তার হবে, সবার না। তবে এই ক্ষেত্রে সবার করণীয় হলো তাকে হারাম কাজ থেকে ফিরানোর চেষ্টা করতে থাকা এবং নসীহাহ করা।

 

২. রাউটার যেহেতু ভালো ও খারাপ উভয় কাজেই ব্যবহার করা যায় তাই এটা বিক্রয় করা আপনার জন্য জায়েজ হবে। তবে কেউ যদি তা ক্রয় করার পর খারাপ কাজে ব্যবহার করে তাহলে গোনাহ তার হবে, আপনার নয়। তবে তা বিক্রয় করার সময় এমন ব্যক্তির কাছে বিক্রয় করা চেষ্টা করবেন যে ভালো কাজে ব্যবহার করার কথা আপনাকে বলবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...