জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
না,জিজ্ঞাসা করতে হবেনা।
(০২)
হ্যাঁ, ঠিক হয়েছে।
তবে এ সংক্রান্ত আর প্রশ্ন না করার পরামর্শ রইলো।
(০৩)
কিয়ামতের ময়দানে আল্লাহ তায়ালা প্রত্যেককে নিজ নিজ নাম বাবার নাম সহকারে ডাকবেন।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এক্ষেত্রে আপনার নাম পরিবর্তন এর বিষয় আপনার পরিবার ও আপনজনদের জানাবেন,জন্ম সনদ ভোটার আইডি কার্ড ইত্যাদিতেও এই ভালো নাম ব্যবহার করবেন।
তাহলে হাশরে এই ভালো নামেই আপনাকে ডাকা হবে,ইনশাআল্লাহ।
(০৪)
হ্যাঁ, এক্ষেত্রে না জানিয়ে পরিধান করার কারনে আপনার গুনাহ হয়েছে।
তাই এখন সেই বিষয়টি তাকে জানাতে হবে।
ক্ষমা চেয়ে নিতে হবে।