আমি অনেকের কাছে বলতে শুনেছি যে কোরআন মজিদ থেকে কোন সূরা ধারা কোন জিনিসের ঝাড়ফুঁক করলে সেটা যদি কঠিন পদার্থও হয় তাহলে নাকি সেই জিনিসটাকে পানিতে ফেলতে হবে। এখন আমার প্রশ্ন হল যদি পানিতে না ফেলি তাহলে কি আমার গুনাহ হবে? আর ওই জিনিসটাকে যদি মেয়েদের নিষিদ্ধ সময়ে ছোয়া হয় তাহলে নাকি ওই জিনিসের উপর যেকোনো ঝাড়ফুঁক করা হয়েছে তা আর কাজে দিবে না?কি কথাগুলো কতটুকু সত্য ?