বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)
দয়া করে ওয়াসওয়াসা কোর্সটি সম্পন্ন করুন
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ম্যাসেজ এ যে লিখলো - Biye hoile na hoy talak......biyei hoy nai... Talak niye asche ( বিয়ে হইলে না হয় তালাক..... বিয়েই হয় নাই...তালাক নিয়ে আসছে) এই কথাতে বিয়ের আগে বা পরে কোনো প্রকার শর্তযুক্ত তালাক হবে না।
(২) সে যে বলেছে, biye hoile na hoy talak.....( বিয়ে হইলে না হয় তালাক.....) সে তো এই পুরা ম্যাসেজ টা আপনাকে উদ্দেশ্য করেই রিপ্লাই দিয়েছিল। তাই শুধু এটুকু ম্যাসেজ এর জন্য বিয়ের পরে বা আগে কোনো প্রকার শর্তযুক্ত তালাক হবে না।