ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যেইসব কারণে গোসল ফরয হয়, যেমন সহবাস,স্বপ্নদোষ ইত্যাদি, এমন কোনো কারণ না থাকলে আপনার উপর গোসল ফরয হবে না।
(২) বেশি শীতের কারনে চুল না ভিজিয়ে গোসল করা হলে যদি সেটা ফরয গোসল না হয়, তাহলে এতেকরে গোসল সম্পুর্ণ হবে।এবং নামাজও বিশুদ্ধ হবে।
(৩) আপনার সৎ বাবা আপনার মাহরাম,তবে ফিতনার আশংকা থাকলে তার সামনে যাওয়া যাবে না।।আর সৎ বাবার ছেলে আপনার মাহারাম নয়।
(৪) আমার সৎ বাবার আপন ভাই মানে আমার সৎ চাচা সে আপনার মাহারাম নয়।
বৈমাত্রেয় অর্থ হল, মায়ের পূর্বের/অন্য স্বামীর সন্তান। এবং বৈপিত্রেয় অর্থ হল, বাবার পূর্বের/অন্য স্ত্রীর সন্তান।